TRANSFER NEWS: রেকর্ড অর্থে মোহনবাগানে আসছেন কামিংস, হল সইসাবুদ, নয়া সাইডব্যাককে নিল ইস্টবেঙ্গল

শেষ পর্যন্ত অজি বিশ্বকাপার কামিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হল মোহনবাগান সুপার জায়ান্টস ক্লাব। বাগান সমর্থকদের জন্য এটা দারুণ খুশির খবর। যদিও কথাবার্তা আগে থেকেই হয়ে গিয়েছিল। অবশেষে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার স্ট্রাইকার জেসন কামিংসকে পাওয়ার জন্য চুক্তিপত্র পাঠিয়েছে। আর সেই চুক্তিপত্রে সই করল কামিংসের বর্তমান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স।

চুক্তিপত্রে উল্লেখ করা রয়েছে সেন্টাল কোস্ট মেরিনার্স অনুমতি দিচ্ছে অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে সবুজ মেরুন জার্সি পরার। এছাড়াও উল্লেখ রয়েছে এই ট্রান্সফারের জন্য মোহনবাগান ক্লাব কত টাকা দেবে। এই সই পর্বর পরই কামিংসের মোহনবাগানের হয়ে খেলার আর কোনও বাধা রইল না। এখন শুধু সময়ের অপেক্ষা সরকারি ঘোষণার।

মোহনবাগানে যদিও দিমিত্রি পেত্রাতোস আছেন। তিনি গোল করলেও, ছিলেন দ্বিতীয় স্ট্রাইকার। তিনি তাঁর কেরিয়ারে মোহনবাগানের জার্সিতে প্রথম স্ট্রাইকার হিসেবে খেলেন। আর তাতেই আইএসএলে তাঁর গোল সংখ্যা হয় ১২। তাই একজন ভালো মানের স্ট্রাইকার খুঁজছিলেন বাগান কর্তারা। আর ভালো স্ট্রাইকার মানেই তাদের মাথায় এসেছে কামিংসের নাম। কিন্তু তাকে পাওয়া অতটাও সহজ ছিল না।

সম্প্রতি কাতার বিশ্বকাপে খেলেছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। সেখানেই বাগান কর্তাদের মনে ধরেন কামিংসকে। এই তারকাকে তুলতে অনেক ক্লাবই চেষ্টা চালায়। কিন্তু মোহনবাগান যে পরিমাণ অর্থ বরাদ্দ করে সেই পরিমাণ অর্থ কোনও ক্লাবই দিতে রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত মোহনবাগানের সাথে চুক্তি করতেই রাজি হয় কামিংসের ক্লাব। এই চুক্তির ফলেই ভারতীয় ফুটবলে কোনও বিদেশি স্ট্রাইকার আসতে চলেছে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে। এখন সবুজ মেরুন দলের সমর্থকরা অপেক্ষায় রয়েছেন কামিংস ও দিমিত্রি জুটি কেমন খেলবে তা দেখার জন্য।

অপরদিকে ইস্টবেঙ্গল দলের হয়ে চুক্তিতে স্বাক্ষর করলেন মান্দার রাও দেশাই। মুম্বই সিটি এফসি সঙ্গে মান্দার রাওয়ের চলতি মরশুমেই চুক্তি শেষ হয়েছে। আর সে কারণেই চুক্তি সেরে ফেললেন ইস্টবেঙ্গলের সঙ্গে। এই সাইডব্যাক ফুটবলারকে অনেকদিন ধরেই দলে নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। অবশেষে সেই চেষ্টা সফল হয়েছে। শুধু ইস্টবেঙ্গল নয়, ওড়িশা এফসিও মান্দারকে নেওয়ার জন্য হাত বাড়ায়। কিন্তু মন্দার ব্যক্তিগতভাবে আগ্রহী ছিল ইস্টবেঙ্গলের হয়ে খেলার। মঙ্গলবার গোয়ায় মেডিক্যাল টেস্ট হয় মন্দার। তারপরেই রাতেই লাল হলুদের চুক্তিপত্রে সই করেন তিনি। ইস্টবেঙ্গলের লেফটব্যাক নিয়ে যে চিন্তা ছিল তা মন্দারকে নেওয়ার পর সেই চিন্তা অনেকটাই দূর হয়েছে। এখন দেখার দুই দলই নতুন ফুটবলার নিয়ে মাঠে কিভাবে নিজেদেরকে তুলে ধরে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

2023-06-08T12:34:01Z dg43tfdfdgfd