WTC FIANL: ফুলহাতা সোয়েটার পরে থাকায় আউট হয়েছেন খোয়াজা! WTC ফাইনালে আজব যুক্তি ল্যাঙ্গারের

৭ জুন বুধবার থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথম দিন ভারত টসে জিতে বল করা সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৪৬৯ রান করে। তবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে উসমান খোয়াজা ১০ বলে খেলে খাতা না খুলেই ফিরে যান প্যাভিলিয়নে। উসমান খোয়াজার রান না পারার কারণ হিসেবে ফুল হাতা সোয়েটার দায়ী বলেই মনে করছেন অস্ট্রেলিয়ান প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার।

ওভালের পিচে পেসাররা যথেষ্ট সাহায্য পেয়েছেন। আর সেই জন্যই মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ প্রথম সেশানেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে সমস্যায় ফেলে দেয়। চতুর্থ ওভারেই বলের লেনথ বুঝতে না পেরে উইকেটরক্ষকের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যান খোয়াজা। আর তার ফলেই শূন্য রানে ফিরে যেতে হয় তাঁকে। প্রথম ইনিংসের সময় আবহাওয়া মেঘলা থাকায় খোয়াজা ফুলহাতা সোয়েটার পরে খেলতে নামেন। তাই ল্যাঙ্গার মনে করছেন এই ফুল হাতা সোয়েটারই তাঁর আউট হওয়ার মূল কারণ।

অস্ট্রেলিয়ান প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার খোয়াজার এই আউট হয়ে যাওয়া সম্পর্কে বলেন, 'প্রথম ইনিংসে আবহাওয়া মেঘলা থাকায় খোয়াজা ফুলহাতা সোয়েটার পরে বাইরে আসে। আর এই জন্যই সে হাত ঘুড়িয়ে ঠিক খেলতে পারেনি। আর তাতেই ও আউট হয়ে যায়। এই প্রথম কেউ এত তাড়াতাড়ি আউট হয়ে ফিরে গেল। এটা সত্যি হতাশার।'

ইংল্যান্ডে খোয়াজার এটি ১৩তম টেস্ট ইনিংস। এই ম্যাচে প্রথম ইনিংসে তিনি হয়তো রান করতে পারেননি। তবে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন অজি ওপেনার। তাঁর এই ভাবে আউট হয়ে যাওয়ায় অনেকেই যেমন হতাশ। ঠিক তেমনই অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন।

তবে পরিস্থিতি যা তাতে এখনও পর্যন্ত বেশ চাপে রয়েছে ভারতীয় দল। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ব্যাটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিন্তু অজি বোলারদের সামনে বড় রান করা যা বেশ কঠিন বলেই মনে করছে ক্রিকেট মহল। তবে এই ম্যাচে যে ভারতের থেকে অজিরা অনেকটাই এগিয়ে রয়েছেন তা আগেই বলে রাখেন প্রাক্তন ক্রিকেটাররা। যদিও তা কোনও ভাবেই মানতে চায়নি রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। বরং পালটাও দিয়েছেন তারা। তবে ম্যাচ শুরুর পর যে প্রাক্তনদের কথা মিলে গিয়েছে তা একপ্রকার পরিস্কার হয়ে গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

2023-06-09T11:19:20Z dg43tfdfdgfd