ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মর্মাহত ক্রিকেটবিশ্ব, জানুন কেন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামলেন ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ চোখে পড়ল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ডব্লিউটিসি ফাইনালের আগে ভারত-অস্ট্রেলিয়া দু'দলের ক্রিকেটার-সহ স্টেডিয়ামে উপস্থিত প্রত্যেকেই ১ মিনিট নিরবতা পালন করেন।

রোহিত-কোহলিরা মাঠে নামেন হাতে কালো আর্ম ব্যান্ড পরে। শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, বরং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও হাতে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। এমনকি দুই ফিল্ড আম্পায়ার-সহ ম্যাচ অফিসিয়ালদেরও জাতীয় সঙ্গীতের সময় কালো আর্ম ব্যান্ড পরে থাকতে দেখা যায়।

বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং ক্রিকেটারদের কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করে।

উল্লেখ্য, গত ২ জুন, শুক্রবার দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশনে। সেই দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের ২৮৮ জন যাত্রী নিহত হন। আহত হন ১০০০-এর বেশি মানুষ।

2023-06-07T11:03:42Z dg43tfdfdgfd