রোহিত-কোহলিদের সব ম্যাচে মাঠে নামার কী দরকার? নতুনদের সুযোগ দেওয়ার দাবি শাস্ত্রীর

টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডকে বেশিরভাগ সময়েই পৃথক দল মাঠে নামাতে দেখা যায়। সব ফর্ম্যাটের ক্রিকেটার নিতান্ত হাতে গোনা। তবে ভারতীয় দলে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাটেই মাঠে নামা ক্রিকেটারের সংখ্যা নিতান্ত কম নয়।

আপৎকালীন পরিস্থিতিতে ভারতীয় দল বেশ কয়েকটি সিরিজে দ্বিতীয় সারির সীমিত ওভারের দল মাঠে নামালেও রোহিত-কোহলিদের মতো বহু ক্রিকেটার সচরাচর সব ফর্ম্যাটেই মাঠে নামেন। তার উপরে রয়েছে ২ মাসের দীর্ঘ আইপিএল। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছুদিন ধরেই। ভারতীয় ক্রিকেটারদের পারফর্ম্যান্সে ক্লান্তির প্রভাব নিয়ে রবি শাস্ত্রী কাটছাঁট মন্তব্য করেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের দাবি, প্রতিষ্ঠিত ক্রিকেটারদের সব ম্যাচে মাঠে নামা যুক্তিহীন।

এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই ক্রিকেট খেলা খুব কঠিন। এমনটা নয় যে, সব ফর্ম্যাটে খেলার মতো ক্রিকেটার নেই ভারতীয় দলে। অবশ্যই ওদের ক্ষমতা ও দক্ষতা সবই রয়েছে। তবে কী দরকার সব ম্যাচে মাঠে নামার? কোহলি, রোহিত, বুমারহদের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটারদের সব ম্য়াচ না খেললেও চলে। অন্যদের সুযোগ দেওয়া দরকার।’

টেস চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের খেলার আগে স্টার স্পোর্টসের আলোচনায় শাস্ত্রী আরও বলেন, ‘বছরে ১১ মাস ধরে ক্রিকেট খেলা হচ্ছে। সারা বছর দলের সঙ্গে ঘুরে বেড়ানো চাপের। তার থেকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের এক-দেড় মাস আগে রোহিত-কোহলিদের জাতীয় দলে ফেরাও। ওরা অন্য জাতের ক্রিকেটার। একমাস দলের সঙ্গে থাকলেই ফর্ম ফিরে পেতে অসুবিধা হবে না। ছন্দে থাকার জন্য ওদের সারাবছর ক্রিকেট খেলার দরকার হয় না। সেই জায়গায় নতুনদের সুযোগ দেওয়া উচিত। আরও অনেক ক্রিকেটার রয়েছে।’

শাস্ত্রী একই আলোচনায় প্রসঙ্গ ক্রমে দাবি করেন যে, বিসিসিআইয়ের উচিত আইপিএল ফ্র্য়াঞ্চাইজিদের চুক্তিতে বিশেষ শর্ত জুড়ে দেওয়া, যাতে বড় টুর্নামেন্টের আগে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে দূরে সরিয়ে রাখা যায়।

রোহিত-কোহলিদের প্রাক্তন হেড কোচ বলেন, ‘আগে ঠিক করো কোনটা প্রাধান্য পাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নাকি জাতীয় দল। সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে। কেননা ভারতে ক্রিকেট নিয়ন্ত্রণ করে বিসিসিআই। ক্ষমতা রয়েছে ওদের হাতে। ক্রিকেটারদের চুক্তি রয়েছে ওদের হাতে। বিসিসিআইয়ের উচিত আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের হাতে এমন শর্ত ধরিয়ে দেওয়া যে, যদি জাতীয় দলের স্বার্থে কোনও ক্রিকেটারকে আইপিএল থেকে দূরে সরিয়ে রাখা প্রয়োজন হয়, তবে সেটা করার অধিকার থাকবে তাদের। এটা বললে চলবে না যে, ফ্র্যাঞ্চাইজি এত টাকা দিচ্ছে।'

2023-06-09T13:04:23Z dg43tfdfdgfd