ইংল্যান্ডের আদালতে বন্ধ হল টেনিস কিংবদন্তি বরিস বেকারের দেউলিয়াত্ব সংক্রান্ত মামলা

শুভব্রত মুখার্জি:- লন টেনিসের জগতের অন্যতম কিংবদন্তি তিনি। তিনি জার্মান তারকা বরিস বেকার। শৃঙ্খলাহীন জীবনযাপনের কারণে বারবার নিজের বিপদ ডেকে এনেছেন তিনি। নিজেকে বেআইনি পথে দেউলিয়া দেখানোর চক্করে জেলও খাটতে হয়েছে তাঁকে। আট মাস লন্ডনের জেলে কাটিয়েছেন তিনি। এরপর তাঁকে লন্ডন থেকে ফেরত পাঠানো হয়েছে তাঁর দেশ জার্মানিতে।

তাঁর বিরুদ্ধে সেই সময়ে উঠেছিল‌ গুরুতর অভিযোগ। তিনি তাঁর অর্থের একটা বিরাট অংশ বেআইনিভাবে অন্যত্র সরিয়ে ফেলেছিলেন। সরিয়ে ফেলে দেখাতে চেয়েছিলেন তিনি দেউলিয়া।যাতে করে তাঁকে ঋণ শোধ করতে না হয়। আর এবার এই কেসেই বেশ কিছুটা স্বস্তি পেলেন তিনি।

বরিস বেকারের দেউলিয়াত্বের যেসব কেস ছিল তা আপাতত সব বাতিল করে দেওয়া হল। তাঁকে মুক্ত করা হল ইংল্যান্ডের কোর্ট থেকে। তাঁর বিরুদ্ধে ওঠা এই বিষয়ে সমস্ত অভিযোগ খারিজ করা হয়েছে। বরিস বেকারের পক্ষে রায় দিতে গিয়ে কোর্টের বিচারক জানিয়েছেন যারা তাঁকে টাকা ধার দিয়েছিলেন সেই ধার শোধ করতে যা যা করা সম্ভব সবটাই বেকার করেছেন।

আরও পড়ুন:- Buy 2 Get 1 Free: ২টি কিনলে ১টি ফ্রি- PCB স্টক ক্লিয়ারেন্স সেলে বিক্রি করছে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি!

যদিও এরপরেও বিপুল পরিমাণ ধার শোধ করতে পারেননি বেকার। ঋণ দাতাদের প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৬২.৫ মিলিয়ন ডলার ধার তিনি শেষ পর্যন্ত শোধ করতে না পারলেও কোর্টের থেকে অব্যাহতি পেলেন। চিফ ইনসলবেন্সি অ্যান্ড কোম্পানিজ কোর্টের বিচারক নিকোলাস ব্রিগস এই রায় দিয়েছেন বেকারের পক্ষে।

আরও পড়ুন:- Ball Boy Takes Stunning Catch: LSG vs KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো

ব্রিগস জানিয়েছেন ধার পরিশোধ করতে বেকারের যে উদ্যোগ ছিল তারপরেও তাঁর বিরুদ্ধে থাকা এই কেসগুলো, অভিযোগ বাতিল‌ না করাটা অনুচিত হত। ব্রিগস জানিয়েছেন প্রথমে অসহযোগিতা করলেও পরবর্তীতে যা যা করা দরকার ছিল, নিয়ম মেনে সবটাই করেছেন বেকার।

আরও পড়ুন:- PCB Announces Cash Reward: টি-২০ বিশ্বকাপ জিতলে মোটা টাকা ঢুকবে বাবরদের পকেটে, আগাম পুরস্কার ঘোষণা PCB-র

৫৬ বছর বয়সী বেকারকে দুই বছর আগেই ইংল্যান্ড থেকে বিতাড়ন করা হয়েছিল। তাঁকে ফেরত পাঠানো হয়েছিল‌ জার্মানিতে। ২০১৭ সালে তাঁকে দেউলিয়া ঘোষণার পরবর্তীতে তিনি ২.৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৩.১ মিলিয়ন ডলার অসদ উপায়ে অন্যত্র ট্রান্সফার করে দিয়েছিলেন। যে কারণেই তাঁকে জেলে যেতে হয়েছিল।

১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতে সবার নজর কেড়েছিলেন তিনি। এরপর আরো দুটি উইম্বলডন, দুটি অস্ট্রেলিয়ান ওপেন এবং একটি ইউএস ওপেন জেতেন তিনি। বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরেও উঠেছিলেন তিনি। ১৯৯৯ সালে পেশাদার টেনিস থেকে অবসর নেন তিনি।

2024-05-06T08:03:06Z dg43tfdfdgfd