ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচেই প্রয়াত কলকাতার জনপ্রিয় ইউটিউবার ‘ANGRY RANTMAN’-কে শ্রদ্ধা জানাল চেলসি- ভিডিয়ো

মাত্র ২৭ বছরেই মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয় কলকাতার বিখ্যাত ইউটিউবার অভ্রদীপ সাহার। নেটদুনিয়ায় ‘অ্যাংরি ব়্যান্টম্যান’ নামে পরিচিত ছিলেন তিনি। ১৭ এপ্রিল প্রয়াত হন অভ্রদীপ সাহা। বয়স ২৭ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন অনেকেই। এবার অভ্রদীপকে বিশেষ শ্রদ্ধা জানাল চেলসি।

চেলসিকে নিয়ে ভিডিয়ো বানিয়েই ভাইরাল হয়েছিলেন ‘অ্যাংরি ব়্যান্টম্যান’

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির বিরাট বড় সমর্থক ছিলেন অভ্রদীপ। ৫ মে, রবিবার সেই চেলসির তরফেই প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে তাদের ম্যাচ চলাকালীন ‘অ্যাংরি ব়্যান্টম্যান’ অভ্রদীপ সাহাকে বিশেষ ভাবে শ্রদ্ধা জানানো হয়। অভ্রদীপ সাহা চেলসিকে নিয়ে তাঁর ‘নো প্যাশন, নো ভিশন’- এই ভিডিয়োটির জন্য বিখ্যাত হয়েছিলেন, যা ভাইরাল হয়ে গিয়েছিল। আসলে চেলসিকে নিয়ে এই ভিডিয়ো কনটেন্ট তুমুল ভাইরাল হওয়ার পরেই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন অভ্রদীপ। ভার্চুয়াল ফুটবল কমিউনিটিতে তিনিই ছিলেন অন্যতম রাজা।

গত মাসে অভ্রদীপ সাহাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল যেখানে তার একটি বড় অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু এর পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এবং মারা যাওয়ার আগে তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল।

অভ্রদীপকে চেলসির শ্রদ্ধা

অভ্রদীপের মত চেলসির আর এক সমর্থক টম ওভার‍্যান্ড একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের সময়ে অভ্রদীপ সাহাকে সাহাকে শ্রদ্ধা জানানো হয়েছে চেলসির তরফে।

এখানেই শেষ নয়। চেলসি তাদের ম্যাচডে ম্যাগাজিনে ‘অ্যাংরি ব়্যান্টম্যান’কে অন্তর্ভুক্ত করবে, যেখানে তারা তাঁকে চিরকালের জন্য ডাই-হার্ড ব্লু হিসেবে স্বাগত জানিয়েছে।

এছাড়াও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে চেলসি অভ্রদীপ সাহাকে চূড়ান্ত শ্রদ্ধা জানায়। এই জয়ের ফলে ইউরোপিয়ান ফুটবলের পরের মরশুমে খেলার সম্ভাবনা তৈরি করল চেলসি। নিকোলাস জ্যাকসন ২ গোল করেছেন। এছাড়া গোল পেয়েছেন কোল পামার, কনর গ্যালাঘের এবং ননি মাদুয়েকে।

শোকপ্রকাশ করেছিল বেঙ্গালুরু এফসি-ও

ইউটিউবার অভ্রদীপ সাহার মৃত্যুর খবরে আগেই শোকপ্রকাশ করেছিল বেঙ্গালুরু এফসি-ও। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ক্লাবের তরফে সাদা-কালো ছবি পোস্ট লেখা হয়েছিল, ‘বেঙ্গালুরু এফসি পরিবার ভারতীয় ফুটবলের বিশ্বস্ত অভ্রদীপ সাহার মৃত্যু খবরে দুঃখিত। একটি ওয়েস্ট ব্লক ব্লু এবং এর মাধ্যমে, গেমের প্রতি অভ্রদীপের ভালবাসার কোন সীমা ছিল না এবং তাঁর গাল ভরা বক্তৃতাকে মিস করব। শান্তিতে ঘুমিয়ো।’

2024-05-05T17:00:46Z dg43tfdfdgfd